এনপিনিউজ৭১/ডেক্স রির্পেোট/ ২৩ মার্চ রংপুর
সামাজিক দূরত্ব নিশ্চিত এবং করোনা ভাইরাস রোধ করতে আগামীকাল থেকে মাঠে নামছে সেনাবাহিনী । এদিকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সকল সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে, পুলিশ ও হাসপাতাল এর আওতামুক্ত থাকবে।
সোমবার সচিবালয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, এরমধ্যে ২৬ মার্চ এমনিতেই সাধারণ ছুটি। করোনা সতর্কতায় এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। এরমধ্যে, সব ধরনের জমায়েত, জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানান তিনি। এ সময় গণপরিবহন সীমিত আকারে চালু থাকবে। তবে, যথাসম্ভব গণপরিবহন পরিহারের পরামর্শ দিয়েছেন তিনি। সীমিত আকারে চালু থাকবে ব্যাংকিং সেবা। সামাজিক দূরত্ব নিশ্চিতে কাল থেকে নামছে সেনাবাহিনী।
এনপি৭১/ সূত্র: bd24report.com