এনপিনিউজ৭১/স্টাফ রিপোর্টার/ রংপুর ১ ফেব্রুয়ারি ২০২০
আগামী মার্চ এপ্রিল মাসের মধ্যেই নতুন নামে রাজনৈতিক দল ঘোষণা করবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী থেকে বহিস্কৃত জন আকাঙক্ষার বাংলাদেশের প্রধান সমন্বয়ক মজিবুর রহমান মঞ্জু। তিনি শনিবার দুপুরে রংপুর কমিউনিটি সেন্টারে দিনব্যাপী কর্মশালা ও মুক্ত আলোচনার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
জনআকাঙ্ক্ষার বাংলাদেশের রংপুর বিভাগীয় সভাপতি আবু হেনা এরশাদ হোসেন সাজু’র সভাপতিত্বে কর্মশালায় আরো প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যডভোকেট তাজুল ইসলাম, সংগঠক ভ্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ, রংপুর বিভাগরে সমন্বয়ক প্রিন্সিপ্যাল আব্দুর কাদের সরকার, কর্মশালা আহবাযক এ্যডভেঅকেট আব্দর রউফ প্রমুখ।
এসশয় মজিবুর রহমান মনজু বলেন, অনেকেই আমাদেরকে জামাতের বি-টিম বলছেন অনেকেই সরকারের সুবিধাভোগী বলছেন এতে আমরা খুশি, কারণ আমাদের নিয়ে আলোচনা হচ্ছে। আমরা মার্চ এপ্রিল মাসের মধ্যেই নতুন নামে আহবায়ক কমিটির মাধ্যমে রাজনৈতিক দল ঘোষণা করবো। ইতো মধ্যেই ৫ টি নাম আমাদের বিবেচনায় এসেছে। আলোচনা সাপেক্ষে ওই পাঁচটি নাম থেকে দলের নাম ঘোষণা করা হবে। কর্মশালায় রংপুর বিভাগের ৮ জেলার জনআকাঙ্ক্ষার প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এনপি৭১/মেহি