ঢাকা থেকে প্রকাশিত ও পরিচালিত জনপ্রিয় অনলাইন পত্রিকা এনপি নিউজ ৭১ ডট কম এবং আমরাই পাশে রংপুর একটি সামাজিক ও সামাজ সেবা মূলক সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মোঃ লোকমান হোসেনের আজ শুভ জন্মদিন। তার জন্মদিনে বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংবাদিকেরা অভিনন্দন জানিয়েছেন।
তার জন্মদিন উপলক্ষে অনুভূতি জানতে চাইলে তিনি জানান জন্মদিন মানে একটি আনন্দের দিন প্রতিটি মানুষ নিয়ম অনুযায়ী বেড়ে ওটে আমরা সমাজের জন্যকতটা কাজ করতে পারছি এবং সমাজ রাষ্ট্র কে কি দিতে পারছি সেটাই বড় কথা, এমন একটি জীবন গড়তে চাই যেখানে মানুষের সেবা করতে ও ভালোবাসা নিতে পারবো। জীবন কে সত্য ও সুন্দরের পক্ষে পরিচালিত করতে চাই। সবার কাছে দোয়া কামনা করে তিনি বলেন আগামীতে যেন বিগত দিনের ন্যায় অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করতে পারি।