এনপিনিউজ৭১/ শাহজাহান আলী মনন/ ১২ মে
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার উদ্যোগে অসহায় মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সাবলম্বি করে তুলতে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। ১২ মে বিকাল ৪ টায় পৌরসভা চত্বরে দুস্থ অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন তুলে দেন পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ জিয়াউল হক জিয়া, নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী, হিসাব রক্ষক আবু তাহের, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহন ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুর আলম প্রমুখ।
এসময় শহরের হাতিখানা ক্যাম্পের সনু বেগম ও বাঙ্গালীপুর সর্দারপাড়ার স্বামী পরিত্যক্তা নারী খালেদা খাতুনকে দু’টি সেলাই মেশিন দেয়া হয়।
এনপি৭১/ সৈয়দপুর (নীলফামারী)