এনপিনিউজ৭১/স্টাফ রিপোর্টার/ ২২ ই ফেব্রুয়ারী, রংপুর
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যতিক্রমী আয়োজন হয়েছে রংপুরের পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়নে দিনভর সেখানে দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পত্র বিতরণ করা হয়।
শুক্রবার বিকেলে মিরপুর উপজেলার ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এবং রেইনবো ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় স্থানীয় কুতুবপুর মাদ্রাসা মাঠে এই ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ের উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাজহারুল আনোয়ার মোরশেদ।
এসময় বক্তব্য রাখেন রেইনবো ক্লিনিক এর ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলাম, ইউনিয়ন আওয়মী লীগের সহ সভাপতি হামিদুল রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদা, সাংগঠনিক সম্পাদক মোজাহার আলী মন্ডলসহ অন্যান্যরা।
ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনভর স্থানীয় দুস্থ ও অসহায় মানুষেরা ফ্রি চিকিৎসা এবং ওষুধ গ্রহণ করেন।
বিশেষজ্ঞ ডাক্তারদের ফ্রি চিকিৎসা পত্র এবং ওষুধ পেয়ে খুশি এখানকার দুস্থ মানুষেরা। প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই ব্যতিক্রমী আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ।
এনপি৭১/মেহি