এনপিনিউজ৭১/স্টাফ রিপোর্টার/২৪ মার্চ
করোনা ভাইরাস আতংকে সচেতনতা সৃষ্টির জন্য ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন আমরাই পাশে, রংপুরের শাখা গংগাচড়া ইউনিটের আয়োজনে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির মধ্যে সুবিধা বঞ্চিত মানুষদের জন্য মাস্ক, লিফলেট,ও সঠিক নিয়মে হাত ধোয়া। সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন আকাশ জানান আমরাই পাশে, গংগাচড়া বাজারে হাত ধুলে তাদের কে বিনামূল্যে মাস্ক, লিফলেট দেয়া হবে।
শুধা মাত্র গংগাচড়া বাজারে নয় প্রতিটি ইউনিয়নে মাঠ পর্যায়ে মানুষকে সচেতন করতে ২ টি টিমে ভাগ হয়ে সারাদিন কাজ করবে এই সংহঠন। সংগঠনের এমন কাজ দেখে স্থানীয় এক ব্যবসায়ি জাহিদুল ইসলাম জানান শুধু আমরাই পাশে নয় সমাজের প্রতিটি মানুষকে সচেতনতার জন্য এগিয়ে আসতে হবে। আমরা নিজে সচেনত হয়ে পুরো উপজেলাকে সচেতন করবো এটা আমাদের নাগরিক দায়িত্ব।
এ সময় উপস্থিত ছিলেন আমরাই পাশে, রংপুর গ্রুপের এডমিন রায়হান,ইমরান,মজিদ,রমিদুল,সামিউল ইসলাম শুভ, জাহিদুল ইতি,মুন্না,আরমান,তারিক,হৃদয় সহ অনেকে