খবর বিজ্ঞপ্তি-
বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা এমপিওভূক্তিকরণ আন্দোলনের অন্যতম নেতা, সংগঠনের রংপুর বিভাগীয় ও জেলা সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সামাজিক ও নাগরিক উদ্যাক্তা, বিশিষ্ট সংগঠক ও নগরীর আরাবির তামপার্ট এবতেদায়ী মাদরাসা প্রধান শিক্ষক মাওলানা নুরুল আবসার দুলালের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বুধবার বিকেলে নগরীর আরাবির তামপার্ট এলাকায় মরহুমের নিজ বাসায় দোয়া মাহফিল হয়েছে।
রুহের মাগফিতার কামনা করে দোয়া পরিচালনা করেন ধর্মদাস সাহেব জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ ময়েনউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভিন্ন জেলা উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ। রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীর পেশার মানুষজন উপস্থিত ছিলেন।