সুন্দরগঞ্জ প্রতিনিধি, সুন্দরগঞ্জ ১২ আগস্ট
সুন্দরগঞ্জ উপজেলা নদীভাংগন এলাকায় নদীভাংগন রোধে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি মহোদয় এর জরুরি উদ্যোগে, পানি উন্নয়ন বোর্ডের এর সহযোগিতায় শ্রীপুর ইউনিয়নের সুইচ গেট এলকায় ৩৩০৪বস্তা জিও ব্যাগ,কাপাসিয়া ইউনিয়নের লালচামারে ১৯৭৩বস্তা জিও ব্যাগ চন্ডিপুর খেয়াঘাটের পশ্চিম পাশ্বে ৫৪৩ বস্তা জিওব্যাগ নদীভাংগন রোধে ফেলানোর কার্যক্রম চলছে।
আজ জাতীয় পার্টির উপজেলা সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন এর নেতৃত্বে এমপি মহোদয়ের প্রতিনিধি দল নদীভাংগন এলাকা পরিদর্শন করেন।
স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জানান, DG, WDB মহোদয়ের কাছে আমার অনুরোধ রাখার পর তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।ইনশাআল্লাহ নদীভাংগন রোধে তার এই প্রচেষ্ঠা চলমান থাকবে