আকাশ খান/ রংপুর ১৩ জুন
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মহুম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি।
শনিবার রাত সাড়ে আট টায সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে প্রেসিডিয়াম সদস্য, মহানগর সভাপতি সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে মহানগর, জেলা জাতীয় পার্টি এবং সকল সহযোগি ও অংগ সংগঠনের সভাপতি সম্পাদকরা সভায় অংশ নেন।
এতে করোনার কারণে বৃহৎ আকারে মৃত্যুবার্ষিকী উদযাপন না করে তার জীবন দর্শন এবং রাষ্ট্রীয় উন্নয়ন কর্মকান্ড দেশবাসির কাছে তুলে ধরার সিদ্ধান্ত হয়। এছাড়াও দিনটি উপলক্ষে কোরআন খানি, মিলাদ মাহফিল এবং সংক্ষিপ্ত আলোচনা সভা ছাড়াও এরশাদের সমাধি পাকা করণের সিদ্ধান্ত হয় সভায়।
এনপি৭১