ডেস্ক রিপোর্ট, ঢাকা ২৪ আগস্ট
করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুস্থ হয়েছেন বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ৎ
রোববার (২৩ আগস্ট) তার করোনার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান।
শায়রুল বলেন, করোনা আক্রান্ত হয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা তার বাসায় অবস্থান করছিলেন। গতকালকের নমুনা পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট এসেছে।
গত ১২ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা জানান, তার করোনা পজিটিভ।