নিজেস্ব প্রতিবেদক/রণজিৎ দাস/ ২৩ মে
বিশে^র সর্ববৃহৎ মানব সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর অর্ন্তভুক্ত রংপুর লায়ন্স ক্লাবের সদস্যগণের ব্যাক্তিগত সহযোগিতায় শনিবার রংপুরের জি.এল.রায় রোডস্থ ক্লাবের নিজেস্ব প্রাঙ্গনে সামজিক দূরত্ব ও স্বাস্থবিধি মোতাবেক ক্লাব প্রেসিডেন্ট লায়ন্স হাসান মাহবুব আখতার লোটনের নেতৃত্বে- ঈদ বাজার নামক ২০০ প্যাকেজ বিতরণ করা হয়।
ঈদ বাজার প্যাকেজে ছিল চাল, ডাল, তেল, সেমাই, চিনি, মসলা, গুড়া দূধ, সাবান সহ নিত্য প্রয়োজনীয় দ্রবাদি। এ সময় উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি লায়ন জেবুন্নেছা জেবিন। ক্লাব ট্রেজারর লায়ন সঞ্জিত কুমার দুরন্ত এনামুল হক সোহেল, ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন আজহারুল ইসলাম দুলাল লায়ন ফরিদ রুমি, লায়ন ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, লায়ন এ্যাডভোকেট মিলন সহ অন্যান্য লায়ন বৃন্দ।
এনপি৭১