নিজস্ব প্রতিবেদক, রংপুর
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলায় অবদান রাখায় রংপুরের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “আমরাই পাশে গ্রুপের প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এনপিনিউজ৭১ এর সম্পাদক ইঞ্জিনিয়ার আকাশ খানকে সম্মাননা জানিয়েছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ।
গত মঙ্গলবার সন্ধ্যায় রংপুর টাউন হলে রংপুর বিভাগে করোনা মোকাবেলায় ভূমিকা রাখা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি স্বরুপ “শহীদ শেখ রাসেল সম্মাননা স্মারক-২০২০” প্রদান করা হয়। রংপুর বিভাগের বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক কর্মী ও করোনার সময় যারা জীবন বাজি রেখে কাজ করেছিলেন এমন ৪০ জন মানবিক যোদ্ধাকে এ সম্মাননা স্মারক প্রদান করে শহীদ শেখ রাসেল শিশু কিশোর পরিষদ।