রাফাত হোসেন বাঁধন, রংপুর
রংপুর নগরীর ৮নং ওয়ার্ডের সাহেবগঞ্জ এলাকা হতে এক কলেজছাত্রীকে (১৭) অপহরণের সময় চারজনকে আটক করেছে হারাগাছ মেট্রো পুলিশ।
শনিবার বিকেলে সাহেবগঞ্জ-হারাগাছ সড়কের বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। ভুক্তভোগী কলেজছাত্রী রংপুর নগরীর ৮নং ওয়ার্ডের চাঁদকুটি এলাকার বাসিন্দা ও হারাগাছ সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায় ।
আটককৃতরা হলেন হারাগাছ এলাকার নিউ কাজীপাড়া কসাইটারী মহল্লার তৈয়ব আলীর ছেলে শুকুর আলী (১৭), আইয়ুব আলীর ছেলে নাসিম মাহমুদ (১৭), মৃত মফিজ উদ্দিনের ছেলে আলম মিয়া (২৭) এবং কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের ধুমেরকুঠি পশ্চিমপাড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে মাইক্রোবাসচালক মনারুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, নবম শ্রেণিতে পড়ার সময় থেকে হারাগাছ পৌর এলাকার হাজিরপাড়া মহল্লার মৃত আনোয়ারুল ইসলাম পেয়ারার ছেলে আসাদুজ্জামান শুভ (২২) কলেজছাত্রীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত ও প্রেম নিবেদন করে আসছিল। এতে কলেজছাত্রী রাজি হয়নি। এ নিয়ে একাধিকবার থানা পুলিশসহ স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়। রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।