এনপিনিউজ৭১/স্টাফ রিপোর্টার/ রংপুর ১৫ জানুয়ারি ২০২০
বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের ২৫ বছর পূর্তিতে রংপুরের বসেছিল মিলন মেলা। বুধবার নগরীর বাইরে বেসরকারী বিনোদন কেন্দ্র ভিন্নজগতে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। এসময় সদ্য সমাপ্ত কিং ফাইটার প্রোগ্রামের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সঙ্গিত পরিবেশন কওে প্রখ্যাত সঙ্গিত শিল্পী নকুল কুমার বিশ্বাস। বিকেলে এক বছর পূর্তি অনুষ্ঠানটি কেক কেটে উদ্বোধন করেন রংপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোহা: আব্দুল আলীম মাহমুদ।
এসময় বিশেষ অতিি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার আবু সুফিয়ান, বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংশুক হোসেন, ডিজিএম সেলস আব্দুল লতিফসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবেশক ও রিটেইলারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এতে ১২ টি মোটরসাইকেলসহ ৬৫৫ টি আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। দিনব্যাপী আয়োজনের শুরুতে সকালে শীতের আবহ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সূর্যী মামার সরব উপস্থিতিতে ঝলমল হয়ে ওঠে দিনটি।
আয়োজনে রংপুর বিভাগের ব্যাবসায়ীরা তাদের পরিবারবর্গ নিয়ে আনন্দে মেতে উঠেন।এতে রংপুর বিভাগের বিভিন্ন জেলার ব্যাবসায়ী ও তাদের পরিবারের লোকজন আয়োজনে উপস্থিত ছিলেন। এসময় দেশবরেণ্য সঙ্গীত শিল্পি নুকুল কুমারসহ স্থানীয় শিল্পিবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।
এনপি৭১/মেহি