কবির চৌধুরি জয় / রংপুর ৮ জুলাই
কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে ৯৭০ পিস ইয়াবাসহ আশরাফুল হক (৩৫) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
মঙ্গলবার (৭ জুলাই) বিকালে র্যাব-১৩ এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন ফুলবাড়ী ইউনিয়নের কবির মামুদ গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ৯৭০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন, ২ টি সিমকার্ড এবং ০১ টি মেমোরীকার্ডসহ কুড়িগ্রাম ফুলবাড়ীর প্রাণকৃষ্ণ এলাকার ইসমাইল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী আশরাফুল হককে গ্রেফতার করেন র্যাব-১৩।
গ্রেফতারকৃত আশরাফুল বর্ণিত এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার মাদক সিন্ডিকেটের অন্যতম সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত সিন্ডিকেট দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে পাইকারী দামে ইয়াবা কিনে এনে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় খুচরা দামে সাপ্লাই দিয়ে থাকে।
পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আশরাফুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।