Just IN :

কুড়িয়ে পাওয়া শিশুটির দায়িত্ব নিতে চায় ছাত্র নেতা নাহিদ

কুড়িয়ে পাওয়া শিশুটির দায়িত্ব নিতে চায় ছাত্র নেতা নাহিদ

কুড়িয়ে পাওয়া শিশুটির দায়িত্ব নিতে চায় ছাত্র নেতা নাহিদ

স্টাফ রিপোর্টার :

রংপুর নগরীর হাজির হাট থানা এলাকা হজ্ব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে রংপুর -দিনাজপুর মহাসড়কের পাশ থেকে উদ্ধার হওয়া নবজাতকটি (ছেলে) পুলিশ হেফাজতে । রোববার সকালে ওই নবজাতকে স্থানিয় এক নারী উদ্ধার করে তার পরিবার কে জানালে তারা শিশুটিকে হাজির হাট থানায় নিয়ে যায়।

নবজাতকে থানায় নিয়ে গেলে শতশত মানুষ দেখার জন্য থানায় ভীড় জমান। পরে নবজাতকে রংপুর মেডিকেল হাসপাতালে শিশু বিভাগে চিকিৎসা দেয়া হয়।

শিশুটি কি অপরাধনকরেছিল কেনইবা তাকে এখকনে ফেলে রাখা হলো এম হাজারো প্রশ্ন এখন অনেকেরই মনে, শিশুটি পাওয়া গেছে এই মর্মে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে খবর ছড়ি পড়লে নবজাতকের সমস্ত দায়িত্ব নেওয়ার জন্য নমরিয়া হয়ে ওঠেন রংপুর জেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহবায়ক ও গংগাচড়া ছাত্র সমাজের সভাপতি নুরুল হুদা নাহিদ।

গত কাল বিকেল থেকে বিভিন্ন ভাবে সবার সাথে যোগাযোগ এর চেষ্টা করছেন এই মাসুম শিশুটির দায়িত্ব নিতে। তিনি প্রশাসন ও সুধী সমাজের প্রতি বিনয়ের সাথে আবেন করেছেন যেন নবজাতকের সকর দায়িত্ব তাকে দেওয়া হয়

Related Posts