এনপিনিউজ৭১ / ডেস্ক রিপোর্ট/ ১০ মে
জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব(রংপুর) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এম,পি’র সহযোগিতায় কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ।
রবিবার (১০ মে ) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থানীয় একজন কৃষকের হাতে জাপানের তৈরি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান।
কৃষকের পক্ষ থেকে মেশিনের চাবি গ্রহন করেন পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ সরকার ডাব্লু।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.আশরাফুজ্জামান সরকার,কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই মাহমুদ থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান,উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম রেজা, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সরওয়ার হোসেন বাবু, সংসদের বিশেষ সহকারী নুর মোহাম্মদ রাফি,অতিরিক্ত মহাসচিব এর রাজনৈতিক সহকারী মোসলেম মিয়াজী সহ জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দ।
এনপি৭১/গাইবান্ধা, সুন্দরগন্জ