জনপ্রিয় ফেসবুক গ্রুপ রংপুরে যা যা দেখেছি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
রংপুরের জনপ্রিয়তা ফেসবুক গ্রুপ রংপুরে যা যা দেখেছি এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে ক্যাফে ৬৬ এ উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রওশন আহমেদ রুশু, আকাশ খান, খালিদ হাসান মিলু জাহিদ হাসান লিমনআলি হাসান
তুহিন সরকার,মিম জান্নাতুল জতি,নাদিরা নিপা, সাকিলা সহ অনেকে। পরে গ্রুপ কে মানবিক কাজে নিয়োজিত করতে বেশ কিছু পদক্ষেপে গ্রহণ করা হয়।