এনপিনিউজ৭১/ শাহজাহান আলী মনন/ ১৩ মে
আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটি ১৫দিনের খাদ্য সামগ্রী নিয়ে নীলফামারীর জলঢাকার প্রত্যন্ত এলাকা কৈমারীর কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে।
মঙ্গলবার সকালে কৈমারী কলেজ মাঠে ৯০০ পরিবারের মাঝে প্রত্যেককে ১৫দিনের খাবার বাবদ ২০ কেজি মিনিকেট চাল, ৫লিটার সয়াবিন তেল, ২ কেজি খেজুর, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি, ২ কেজি লবন, পিয়াজ ও সাবান বিতরন করে।
সামজিক নিরাপদ দুরত্ব বজায় রেখে আর স্বাস্থ্য বিধি মেনে এসব ত্রান সামগ্রী বিতরন করেন কাতারের বাংলাদেশ প্রতিনিধি আবু সাঈদ। এ সময় কাতার চ্যারিটির পরিচালক হাফেজ মোঃ হায়দার আলী, স্থানীয় সমাজ সেবী মোকছুদার রহমান লেলিন ও সাইদার রহমান উপস্থিত ছিলেন।
এনপি৭১/ সৈয়দপুর (নীলফামারী)