এনপিনিউজ৭১/শাহজাহানআলীমনন/২৬ মার্চ রংপুুর
হোম কোয়ারেন্টাইন না মানায় নীলফামারীর জলঢাকা উপজেলায় ভারত ফেরত ৪ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৬ মার্চ/২০২০) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়ীর বাইরে ঘোরাফেরার সত্যতা পেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস তাদেরকে ১৭ হাজার টাকা জরিমান করেন।
সূত্র মতে, জলঢাকা পৌরসভার মাথাভাঙ্গা এলাকার ভারত ফেরত ৪ ব্যক্তি সম্প্রতি দেশে এসেছেন। তাদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলে স্বাস্থ্য বিভাগ। ২৭ মার্চ তাদের হোম কোয়ারেন্টিন সম্পূর্ণ হবে। কিন্তু বৃহস্পতিবার ১৩তম দিনে তারা কোয়ারেন্টাইনে না থেকে যেখানে সেখানে ঘোরাফেরা করলে এলাকাবাসী বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান। স্থানীয় প্রশাসন ঘটনার সত্যতা পেলে উত্তম কুমারকে ৮ হাজার, দ্বীপবাবু সস্ত্রীককে ৬ হাজার ও ফুলচাঁদকে ৩ হাজার টাকা জরিমানা করে ৪জনকে ২৮ মার্চ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর, জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান, ডাঃ আরিফ হাসনাত, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফজলুর রহমান ও উপপরিদর্শক (এসআই) ওসমান গণী প্রমুখ উপস্থিত ছিলেন।
এনপি৭১/মেহি/নীলফামারী