সুলতান সুজন, সুন্দরগঞ্জ ৩০ আগস্ট
জাতীয় পার্টির দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাসচিব (রংপুর বিভাগ) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি এক সাংগঠনিক সফরে আজ দিনাজপুর জেলা জাতীয় পার্টি এবং সকল অঙ্গ সংগঠন এর সাথে দিনাজপুর জেলা প্রেস ক্লাবে মতবিনিময় সভা করেন।
দিনাজপুর জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহম্মদ শফি রুবেল,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান এ্যাডঃজুলফিকার হোসেন, কেন্দ্রীয় সদস্য এবং উপজেলা সহ-সভাপতি এ্যাডঃনুরল ইসলাম, কেন্দ্রীয় সদস্য শুধীর চন্দ্র, ছাত্র সমাজ এর সভাপতি ফরহাদ হোসেন, মহিলা পার্টির সভানেত্রী রোকেয়া খাতুন লাইজু সহ জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ।
জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব বলেন, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জিএম কাদের স্যারের নেতৃত্বে দল আজ সুসংগঠিত, আগামীতে তার নেতৃত্বে দিনাজপুর জেলা জাতীয় পার্টি আরও সুসংগঠিত হবে এবং দিনাজপুরের সকল তৃনমূল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। উনি আশাবাদ ব্যক্ত করেন তার এই সাংগঠনিক সফর অব্যাহত থাকবে আগামীতে।
এর আগে শনিবার জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত এর মাধ্যমে তার সাংগঠনিক সফর শুরু করেন।