দীর্ঘদিন যাবৎ রংপুর টার্মিনালেদ খলে থাকা ১ টি হোটেল ১ টি ব্যবসা প্রতিষ্ঠান সহ ৪ টি দোকান কে উচ্ছেদ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফিরুজুল ইসলাম।
অবৈধ ভাবে দখলে থাকা মা’নাদিরা হোটেলের বর্তমান মালিক কে একাধিকবার বলার পরেও স্থাপনা সরিয়ে না নিলে এই সব স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন দখলদার কে নিজ উদ্যোগে সরিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছিল কিন্তু তারা নিজে না সরে গেলে রংপুরের উন্নয়নের স্বার্থে আইনি প্রক্রিয়া সমাপ্ত করে এই উচ্ছেদ অভিযান করা হয়।
আধুনিক একটি টার্মিনাল নির্মানে মাননীয় প্রধান মন্ত্রীর দেয়া অর্থ যাতে ফিরৎ না যায় সে কারনে আমরা এই কাজ করেছি। তিনি আরো বলেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ ও পূনর্বাসনের ব্যবস্থা সিটি কর্পোরেশন থেকে করা হবে। অপর দিকে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরুজুল ইসলাম বলেন আমরা দখল দারদের নিজ উদ্যোগে সরেেযাওয়ার জন্য নোটিশ করা হয়েছিল কিন্তু তারা না সরে যাওয়ার কারনে আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করি।