এনপিনিউজ৭১/শাহজাহান আলী মনন/ ১৯ এপ্রিল রংপুর
করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া প্রায় ১৪০ জন গাড়ি চালক নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদ ঘেরাও করেছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে ওই ইউনিয়নে বসবাসরত মাইক্রোবাস, ট্রাক্টর, মিনিবাস, পিক-আপ চালকরা বিক্ষোভ করে ইউনিয়ন পরিষদ ঘেরাও করে। বিক্ষোভকারীরা প্রায় দুই ঘন্টা ইউনিয়ন পরিষদ ঘেরাও করে রাখে।
ট্রাক্টর চালক মোজাহার ইসলাম, আলম ইসলাম, পিক-আপ চালক রুহুল আমীন বলেন, আমরা গত ২৬ দিন হতে গাড়ি চালাতে পারছি না। আমাদের যা জমানো টাকা ছিল সব শেষ। এখন কি খাবো আর কোন উপায় নাই। তাই বাধ্য হয়ে ত্রানের দাবীতে ইউনিয়ন পরিষদ ঘেরাও করেছি। কিন্তু ইউনিয়ন চেয়ারম্যান আমাদের কোন কথা না শুনে ইউএনও স্যারের সাথে যোগাযোগ করতে বলেন। ১৫ দিনের আগে চেয়ারম্যান কিছু করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন।
সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে সাংবাদিকদের কোন মন্তব্য করতে চান নি।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, বিষয়টি আমি শুনে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে তালিকা করতে বলিছি। যারা গরিব, তাদের দ্রুত সহায়তা করা হবে।
এনপি৭১/মেহি/ নীলফামারী