এনপিনিউজ৭১/স্টাফ রিপোর্টার/ ৯ জানুয়ারী ২০২০
৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ উপলক্ষে আইসিটি খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সমাজসেবা অধিদপ্তরকে ডিজিটাল বাংলাদেশ শ্রেষ্ঠ অধিদপ্তর পুরস্কারে ভূষিত করায় রংপুরে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয় ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরী মাঠে গিয়ে শেষ হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।
এসময় বক্তব্য রাখেন, রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, সমাজ কল্যাণ পরিষদের সদস্য চায়না চৌধুরী, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মতিন, সহকারী পরিচালক হুমায়ুন কবির, চন্দনপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তি মনোয়ার হোসেন প্রমুখ।
এনপি৭১/মেহি