মাসুদ পারভেজ/ রংপুর ১৩ জুলাই
গঙ্গাচড়া উপজেলার ৭নং মর্ণেয়া ইউনিয়নে প্রায় ৪ হাজার পরিবার পানি বন্দি হয়েছে। এতে চরম ভোগান্তিতে এলাকাবাসি। উক্ত ইউনিয়নে ১,২ এবং ৭, ৮, ৯ নং ওয়ার্ডের জনগণ বন্যায় বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।
এদিকে জানা যায়, উক্ত এলাকার জনগণের জন্য সরকারি ভাবে শুধু ২’শ বস্তায় ত্রাণ দেয়া হয়েছে। প্রতি বস্তায় চাল, ডাল রয়েছে। যা অপ্রতুল। টানা বৃষ্টি আর উজানের ঢাল, তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করায় এসব এলাকা পানি বন্দি হয়েছে।
সরে জমিনে দেখা যায়, এসব এলাকার আবাদি জমি ডুবে গেছে, পুকুরের মাছ ভেসে গেছে, বসতবাড়ি ডুবে গেছে। যার ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ৷ বন্যায় ক্ষতিগ্রস্থ মোহাব্বত আলী চেংটু (৪০) তিনি বলেন, বাড়ি ঢুবি গেইছে। এক হাটু পানি ঘড়ত। পানি খাবার পাচ্ছি না। থাকার মত জায়গা নাই। এখন কি করমো ভাবি পাবানছি না। যদি সরকার হামাক গুল্যাক কিছু খাবার দেয় তাহলে হামার জন্যে ভালো হয়।
এ বিষয়ে ৭নং মর্ণেয়া ইউনিয়ন চেয়ারম্যান মোসাদ্দেক আলী আজাদ বলেন, সরকারি ভাবে ২ শ বস্তা ত্রাণ এসেছে। পানি বন্দি প্রায় ৪ হাজার মানুষ। যা মানুষের তুলনায় ত্রাণ অপ্রতুল।
তিনি আরো বলেন, পানি স্রোতে রাস্তা-ঘাট ভেঙ্গে যাচ্ছে। তাই নিজ উদ্যোগে বস্তায় মাটি দিয়ে বাধ দেয়ার চেষ্টা করেছি। তাই সরকারি ভাবে উদ্যোগ নেয়া প্রয়োজন। এখন সরকারি ভাবে উদ্যোগ না নিলে এসব এলাকার মানুষ আরো দুর্ভোগে পড়বে।