নিজেস্ব প্রতিবেদক/ রংপুর ২৭ জুন
রংপুরের কাউনিয়া উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও দৈনিক ইত্তেফাকের রংপুর স্টাফরিপোর্টার গোলাম মোস্তফা আনছারীর পিতা আলহাজ্ব নাছির উদ্দিন সরকারের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আজ ২৭শে জুন তার নিজ বাসভবনে পালিত হয়েছে।
তার বিদেয়ি আত্মার মাগফেরাত কামনা করে সামাজিক দরুত্ব বজায়ে রেখে মসজিদে কোরআন খতম, দোয়া মাহফিল, কবর জিয়ারত, কলমা খানি করা হয়।
উল্লেখ্য,তিনি ১৯৬২ ইং সালে রংপুর কারমাই কলেজ থেকে উচ্চতর ডিগ্রী লাভ করে শিক্ষতার পেশা বেছেনেন। তিনি জেলার বিভিন্ন এলাকায় নিজে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্টা করেন এবং শিক্ষকতা করেন।তার হাতে গড়া অসংখ্য ছাএ/ছাএী বর্তমান সরকারের প্রজাতন্ত্রে চাকুরি করছেন।
গত ২০১৮ইং সালের ২৭ জুন বাধ্যক্ষ ও ক্যানসার ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়ীতে মৃত্যু বরন করেন। মৃত্যু কালে তার বয়ষ হয়েছিল ১১২বছর।তিনি চার পুএ,এক কন্যা,নাতি নাতনী সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের কছে বিদেয়ি আত্মার মাগফেরাত কামনা কওে দোয়া কামনা করেছেন।