মিঠু খন্দকার, লালমনিরহাট ৭ই অক্টোবর
রহালালমনিট জেলার আদিতমারী উপজেলায় পাবলিক ইউনিভারসিটি স্টুডেন্ট এ্যসোশিয়েসন এর উদ্দ্যেগে মানবন্ধন করেছেন ঐ সংগঠনের ছাত্রছাত্রী।
বুধবার (০৭ অক্টোব) লালমনিরহাট বুড়িমারী মহা- সড়কের পাশে আদিতমারী জি এস, সরকারী স্কুল এ্যান্ড কলেজের সামনে এ মানব বন্ধন করেন তারা।
এ সময় খুন ধর্ষন প্রতিবাদে মানব বন্ধনে বক্তব্য রাখেন পাবলিক ইউনিভারসিটি এ্যসোসিয়েসনের আদিতমারী উপজেলা সম্বনয়কারী সম্রাট আহসান, আদিতমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ মাইদুল ইসলাম বাবু, কিন্তুু বর্ম্মন,রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিয়াম ঢাকা বিশ্ববিদ্যাল, রতন ইসলামিক বিশ্বঃ মোনালিসা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ও দ্বিপা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।