আফ্রিদা জাহিন/রংপুর/৩রা জুলাই
শুক্রবার দুপুর ১২ টার দিকে রংপুর নগরীর ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে ওয়ার্ড এ বৃক্ষরোপণ করে। এ সময় উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রকি।
রকি বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশের সকল ছাত্রলীগ কর্মীদের কে গাছ লাগানোর জন্য আহবান করেছেন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
তিনি রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি শাফিউর রহমান স্বাধীন এর নির্দেশনায় ১৭ নং ওয়ার্ড এর ড্রিমল্যান্ড কিন্ডারগার্টেন স্কুল,রামপুরা জামে মসজিদ,ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসা,
আহাম্মদ আলী জামে মসজিদ,নিসবেতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ১৭ নং ওয়ার্ড এর বিভিন্ন ফাকা জায়গায় গাছ লাগান। মোট ২০০ টিরও বেশি গাছ লাগিয়েছেন বলে জানান তিনি।
১৭ নং ওয়ার্ড ছাড়াও এ পর্যন্ত সারাদেশের বিভিন্ন জেলা, উপজেলা ও নগর ছাত্রলীগ বৃক্ষরোপণ সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর আদর্শের এই ছাত্রলীগ।