এনপিনিউজ৭১/স্টাফ রিপোর্টার/ ৯ জানুয়ারী ২০২০
বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত কার্যনির্বাহী সংসদের সভাপতি মন্ডলীর সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের রোগমুক্তি কামনায় রংপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা ছাত্রলীগের আয়োজনে জাহাজ কোম্পানী মোড়ের বাটার গলিস্থ দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কানন এর সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রোজী রহমান, মোতাহার হোসেন মন্ডল মওলা, দপ্তর সম্পাদক আমিন সরকার, জেলা পরিষদের সদস্য পারভীন আক্তার, মহানগর আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম রাহেল প্রমুখ।
এনপি৭১/মেহি