এনপিনউজ৭১/শাহজাহান আলী মনন/ ২৮ মে
নীলফামারীতে আরো ১০ র্যাব সদস্যদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ২৮ মে বৃহস্পতিবার নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন নতুন করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের ১৯ জন সদস্য করোনোয় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। ফলে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০৮ জনে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে করোনা শনাক্ত ১০ জনের সকলেই নীলফামারী শহরের র্যাব-১৩ এর সিপিসি-২ ক্যাম্পের সদস্য।
সুত্র মতে, নীলফামারী জেলা শহরের ওই র্যাব ক্যাম্পের ৬৩ জন সদস্যের নমুনা সংগ্রহ করে গত ২৭ মে বুধবার ঢাকায় পাঠানো হয়। পরীক্ষা শেষে ১০ জনের করোনা শনাক্ত হয়। সূত্রটি জানায়, আক্রান্তদের রংপুর র্যাব-১৩ এর নিজস্ব আইসোলেশনে নেয়া হচ্ছে। তবে পূর্বের আক্রান্ত ৯ সদস্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের আইসোলেশনে রয়েছে।
এনপি৭১/ নীলফামারী