শাহজাহান আলী মনন, নীলফামারী ১ সেপ্টেম্বর
নীলফামারীতে র্যাবের একটি অভিযানিক দল অলিয়র রহমান (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে ৪.৮ কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে। সে পঞ্চগড় জেলার তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্দা ইউনিয়নের চতুরাগঞ্জ গ্রামের আব্দুল মালেকের ছেলে। র্যাব-১৩,নীলফামারী সিপিসি-২ এর (ভারপ্রাপ্ত) পুলিশ সুপার এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল সোমবার (৩১ আগষ্ট) রাত ৮টার দিকে উপজেলার শালবাহান ইউনিয়নের শালবাহান বাজার দাখিল মাদ্রাসার কাছেই ওই পরিমান গাঁজা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার সহ তাকে গ্রেফতার করে র্যাব।
সহকারী পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আ ন ম ইমরান খান জানান, গতকাল সোমবার রাত ৮টার দিকে ওই উপজেলার শালবাহান এলাকা থেকে ৪.৮ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন সহ তাকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার (৩১ আগষ্ট) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে তেতুঁলিয়া থানায় প্রেরন করা হয়েছে।