এনপিনিউজ৭১/শাহজাহান আলী মনন/ ২০ এপ্রিল রংপুর
নীলফামারীর সোনারায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে সোনারায়ে পুঠিহারীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীরা জানান, পুকুরে পানি দেয়ার জন্য পাম্প চালু করতে গেলে বৈদ্যুতিক তারের সাথে যে কোন ভাবে তার শরীরের স্পর্শ হয় তাতেই এ দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নেয়ার পথে আহত আব্দুস সালামের (৩০) মৃত্যু হয়। আব্দুল মান্নানের ছেলে নিহত আব্দুস সালাম পেশায় একজন কৃষক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এনপি৭১/মেহি/নীলফামারী