”
মোঃশিহাবুর রহমান সরকার।
রংপুর জেলার পীরগন্ঞ্জ উপজেলার ১৫নং কাবিলপুর ইউনিয়নের জুনিতপুর গ্রাম থেকে মানাসী ফরিদপুরে যাওয়ার রাস্তার প্রায় ৭শতটি ইউক্যিলেফটার্সের গাছ কেটে নিয়েছে উক্ত এলাকার কিছু ভুমি দস্যু। সরজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার দুই পাশ্বে গাছ দিনের বেলা দেদাসে গাছ কাটছে। সাংবাদ কর্মী পরিচয় দিলে গাছ কাটা লোকজন তারাতারী সটকে পরে।
এ ব্যাপারে সচেতন জনসাধারনের সাথে কথা বলে জানা যায়, ঐ গ্রামের একটি নামে মাত্র সমিতির সভাপতি মাহবুবার রহমান, পিতা, মৃঃমমদেল হোসেন সাবেক ইউ,পি,সদস্য জুনিতপুর। সাধারন সম্পাদক, কাইয়ুম আলী পিতা মৃ মোবারক হোসেন জুনিতপুর সহ একটি চক্র প্রায় ৭শতটি ইউক্যালিপটার্স গাছ কাঠব্যবসায়ী ফিরোজ পিতা মৃঃআঃসাত্তার সাং জুনিত পুরের নিকট ৫লক্ষ টাকার বিনিময়ে বিক্রী করে। তাদের সাথে কথা বলে জানাযায়, সমুদয় টাকায় আমরা এলাকায় একটি মসজিদ তৈরী করবো। আমাদের জমির রাস্তায় গাছ কার অনুমতি নিতে হবে? অত্র ইউনিয়নের রাস্তায় যত গাছ আছে সবাই এভাবে কেটে নিচ্ছে। এক ব্যক্তি( নাম প্রকাশে অনৃচ্ছুক) রাস্তার পাশ্বের গাছ বিক্রী করে এবার হজে যাচ্ছেন। তারপর আমরা অত্র ইউনিয়নের চেয়ারম্যানকে বলেছি। সত্যতা জানার জন্য মুঠোফোনে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তিনি গাছ কাটার কথা জানেন না বলে সাফ জানিয়ে দেন।
এছাড়া ও উপজেলা সহকারী কমিশনার ভুমি সন্জয় কুমার রায়ের সাথে কথা বলে জানা যায় এ ব্যাপারে তার করনীয় কিছুই নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তার এ সব দেখভাল করেন। উপজেলা নির্বাহী কর্মতর্তার সাথে দেখা করতে গেলে সে সময় তিনি অফিসের বাইরে ছিলেন। এলাকার সচেতন মহলে প্রশ্ন এভাবেই সরকারী সম্পদ নষ্ট করে কোটি,কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।।
colleague cialis over the counter 2020 qualify
sheet [url=https://getcialistabsfasty.com/]cialis over the counter 2020[/url]
correspondent https://getcialistabsfasty.com/
horizon [url=https://chloroquinego.com/#]chloroquine in english[/url] mistake alternative to chloroquine lunch https://chloroquinego.com/
buy azithromycin online without prescription
azithromycin no prescription
cialis online cheap
[url=https://calis24.com/#]cialis dosage[/url] https://calis24.com/
clomid for sale
cialis otc