নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর জেলার পীরগাছা উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রেমকে আরও গতিশীল করার লক্ষে বাংলাদেশ ছাত্রলীগ এর কর্মীসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়াময়ে এ কর্মী সভার আয়োজন করে।
কর্মীসভার উদ্বোধন করেন- রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সুমন সরকার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তসলিম উদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কানন।
বিশেষ অতিথি ছিলেন পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও রংপুর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।