নিজেস্ব প্রতিবেদক, রংপুর ৮ আগস্ট
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর এডহক কমিটির উদ্যোগে রংপুরে আগামী ১১ই আগস্ট মহাবতার ভগবান শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে এক সাধারন সভা শক্রবার সকালে রংপুর ধর্মসভায় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর এডহক কমিটির আহবায়ক ভবতোষ সরকার বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব এ্যাড. প্রশান্ত কুমার রায়।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর কমিটির সদস্য হারাধন রায় হারা, নিখিলেন্দু সংকর গুহ, রতন লাল বকসি, মনিন্দ্র নাথ বকসি, রবি সোমানী, সুজিৎ কুমার সরকার, প্রনয় বনিক, বিলাস প্রসাদ, নির্মল চন্দ্র সরকার, সুব্রত রায় স্বপন, দেবাশীষ সরকার, দীপ্ত কুমার সরকার, শ্যামল চন্দ্র সরকার, রুমন চন্দ্র রায়, শাশ^ত ভট্টাচার্য, অধ্যাপক সুখেন্দু ভট্টাচার্য, হৃদয় কুমার রায়, মিলন ভট্টাচার্য, সেতু মহন্ত সহ অন্যন্য সদস্যবৃন্দ।
সভায় আগামী ১১ই আগস্ট মঙ্গলবার মহাবতার ভগবান শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব জেলা পুজা উদযাপন পরিষদের সাথে যৌথভাবে উদযাপনের সিদ্ধান্ত গ্রহীতসহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।