এনপিনিউজ৭১/সুলতান সুজন/ ২৩ মে
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর বিভাগ) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর ব্যাক্তিগত অর্থায়নে করোনার কারনে বেকার হয়ে পড়া কর্মহীনদের মাঝে চাল বিতরণের ১৫তম দিনে ৫ নং দহবন্দ ও ১৪ নং চন্ডিপুর ইউনিয়নে বিতরণ করা হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে কর্মহীন হয়ে পড়া ইজিবাইক ও ভ্যান-রিক্সা চালক এবং দুস্থদের মাঝে শনিবার সকাল থেকে পিকাপ ভ্যানে ফেরি করে ৫ নং দহবন্দ ও ১৪ নং চন্ডিপুর ইউনিয়নের ৬ টি স্পটে সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে গিয়ে এ চাল বিতরণ করা হয়। দুই ইউনিয়নে ১২০০’শ করে মোট ২৪’শ কর্মহীন মানুষকে চাল,সেমাই ও চিনি দেয়া হয়।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ১৪নং ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাখাউল,সাধারণ সম্পাদক ফুল মিয়া চেয়ারম্যান, ছাত্র সমাজ এর সভাপতি মুহিবুল্লা,যুবসংহতির শহিদুল ইসলাম, দহবন্দে ছিলেন ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি স্বপন,যুবসংহতির সভাপতি হাফিজুররহমান, ছাত্র সমাজের সভাপতি সুমন, সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এনপি৭১/ সুন্দরগঞ্জ