মিঠু খন্দকার, লালমনিরহাট ৩১ আগস্ট
সোমবার লালমনিরহাট শেখ রাসেল শিশুপার্ক এ সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন Blood Donation Society Of Lalmonirhat এর টিশার্ট এর মোড়ক উন্মোচন করা হয়।
টিশার্ট এর মোড়ক উন্মোচন করেন ব্লাড ফর লালমনিরহাট এর প্রতিষ্ঠাতা মিঠু এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটি অন্যান্য প্রতিষ্ঠাতা মানিক রহমান, তানজিল আহমেদ, শাওন কবির সোহান, আরাফাত হোসেন আবির, সামবিত সামি সাম্য, মেহেদী হাসান, বেলাল হোসেন, এম আর ইসলাম রবি, মতিয়ার রহমান মনি, উমর ফারুক এস আর সোহাগ, মাসুম বিল্লাহ ও মোবাস্সের উল ইসলামসহ সাধারন সদস্য বৃন্দ।