এনপিনিউজ৭১/নিজেস্ব প্রতিবেদক/ ১লা মে রংপুর
চলমান মহামারী করোনা ভাইরাসে কারণে রংপুর জেলায় কর্মহীন অসহায় ও দুস্থরা মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতি এসব অসহায় দুস্থ ও কর্মহীন পরিবারের দাড়িয়েছেন রংপুর জেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম। তিনি রমজানের প্রথম দিন থেকে রংপুরের পীরগঞ্জসহ বিভিন্ন উপজেলায় খাদ্য বিতরণ কর্মসূচী শুরু করেছেন।
আজ শুক্রবার সেই কর্মসূচীর অংশ হিসাবে রংপুরের মিঠাপুকুর উপজেলার ধাপ বাজার ও কায়েমের বাজারে শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় মিঠাপুকুর উপজেলা ও শাল্টি গোপালপুর ইউনিয়ন বিএনপিসহ ছাত্রদল, যুবদল ও অঙ্গ সংঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি পীরগঞ্জ উপজেলার কাবিলপুর, মদনখালী ও চতরা ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এবিষয়ে রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মহামারী করোনা ভাইরাসে কারণে কর্মহীন অসহায় পরিবারের পাশে দাড়িয়েছি। খাদ্য বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এনপি৭১