আল আমীন সুমন
রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের মৌলভীগঞ্জে জাগরনী সংঘের আয়োজনে গতকাল শনিবার বিকেলে মৌলভীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্ণামেন্টের চুড়ান্ত পর্বের রংপুর রোবট রোস্তম স্মৃতি একাদশ ও সুচনা ক্রীড়া সাংস্কৃতি সংসদের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার।
জাগরনী সংঘের সভাপতি তারেকুল ইসলাম তারেকের সভাপতিত্বে ও পরিচালক গোলাম মোস্তফা মানঞ্চার সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন।
প্রধান অতিথি বলেন, আলোকিত সময়ে তরুণ যুবকরা দেশ গঠনে এগিয়ে আসে, ক্রীড়া চর্চার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
মাদকের কালোগ্রাস যুবকদের যেনো স্পর্শ করতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে সাজাতে হবে। খেলায় টাই ব্রিকারে বিজয়ী হয় রংপুর রোবট রোস্তম স্মৃতি একাদশ।
পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা পুরুস্কার বিতরণ করেন। এসময় স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গসহ কয়েক হাজার দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন।