এনপিনিউজ৭১/নিজেস্ব প্রতিবেদক/ ২০ এপ্রিল রংপুর
করোনা মোকাবেলায় রংপুরে কর্মহীন শ্রমজীবিদের সহযোগিতায় এগিয়ে এসেছেন চিকিৎসক লাকী বেগম। ব্যক্তি উদ্যোগে মিঠাপুকুর উপজেলার প্রায় ৪০০ শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ করেছেন লাকী হাসপাতালের এই ব্যবস্থাপনা পরিচালক।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়িতে কর্মহীন রিক্সাচালক, দিন মজুর, সংখ্যালঘুসহ শ্রমিকদের হাতে চাল, ডাল, ভোজ্যতেল, মাস্কসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রদান করেন। খাদ্য বিতরণকালে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখা হয়।
এসময় মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার বলেন, সরকারের পাশাপাশি করোনায় মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে। প্রত্যেক মানুষ যদি মানবিক চিন্তা থেকে এগিয়ে আসে, তাহলে কর্মহীন মানুষের খাদ্য চিন্তা দূর হবে।
চিকিৎসা সেবার পাশাপাশি করোনা দুর্যোগে অসহায় দুস্থ মানুষদের জন্য খাদ্য সহায়তা কার্যক্রম অবহ্যত রাখার কথা জানান চিকিৎসক লাকী বেগম।
তিনি বলেন, করোনার প্রভাবে মানুষ কষ্টে আছে সত্য। কিন্তু এই কষ্টের চেয়েও বেশি কষ্ট করোনা আক্রান্ত রোগীদের। তাই নিজেদের ভালোর জন্য স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকতে হবে। লকডাউনে কেউ বাহিরে যাবেন না। সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন আপনাদের পাশে আছে এবং থাকবে। সবাই মিলে করোনা পরিস্থিতিকে মোকাবিলা করতে হবে।
এনপি৭১/মেহি