আকাশ খান /রংপুর/এনপিনিউজ৭১
রংপুরের গঙ্গাচড়ায় কোভিড-১৯ দূর্যোগকালীন সময়ে খেটে খাওয়া মানুষদের খাদ্য সহায়তা প্রদান করেছে জাগরণী চক্র ফাউন্ডেশন।
জার্মান ডক্টরস ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় ও জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে গংগাচড়ার খাপড়ীখাল প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯৯ টি পরিবারের মাঝে চাল,ডাল,চিনি,সুজি,সাবান,মাস্ক বিতরন করা হয়।
জাগরনী চক্র ফাউন্ডেশন একসেস প্রকল্পের সভাপতি সেকেন্দার আলী প্রামাণিকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের একসেস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর জাহিদ হাসান সাকিব,ফিন্যান্স এন্ড এডমিন অফিসার মোরশেদা মোমতাজ,সহঃ উপজেলা যুব উন্নয়ন অফিসার জয়নুল আবেদীন প্রমুখ।