নিজেস্ব প্রতিবেদক/ রংপুর ২১ জুন
রংপুরের গঙ্গাচড়ায় সড়ক দুুর্ঘটনায় মোমেনা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মোমেনা বেগম উপজেলার গজঘন্টা ইউনিয়নের জয়দেব মানাষপাড়া গ্রামের রেজাউল করিমের স্ত্রী।
গঙ্গাচড়া থানা সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১১টায় গঙ্গাচড়া লহ্মীটারী ইউনিয়ন স্বাস্থ্য সেবাকেন্দ্রে টিকা দেয়ার জন্য ১৪ মাসের বাচ্চাকে নিয়ে অটোরিক্সায় করে যাচ্ছিলেন মোমেনা। অটোরিক্সাটি আনুবাজার নামকস্থানে আসলে অটোর রশির হাতল ছিঁড়ে রাস্তায় পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে দ্রুত বেগে আসা সিএনজি মোমেনাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পথে তার মৃত্যু হয়।
গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, মোমেনা বেগমের কানের দিকে আঘাত পেয়েছিলেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার ছেলে অটোরিক্সায় থাকা আরেকজনের হাতে থাকায় সে বেঁচে গিয়েছে।