এনপিনিউজ৭১/নিজেস্ব প্রতিবেদক/ ২২ মার্চ রংপুর
করোনা ভাইরাসে আতংক নয়, সচেতনতায় জয় হয়। এই শ্লোগানকে সামনে রেখে আমরাই পাশে, রংপুর ফেসবুক গ্রুপের দিনব্যাপী কর্মসূচি মাস্ক, লিফলেট বিতরণ ও সঠিক নিয়মে হাত ধোয়ার দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়। রবিবার সকালে রংপুর প্রেস ক্লাব চত্তরে আমরাই পাশে, রংপুর ফেসবুক গ্রুপের উদ্যোগে সঠিক নিয়মে হাত ধোয়ার উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন আমরাই পাশে রংপুর গ্রুপের পৃষ্ঠপোষক লোকমান হোসেন, এটিএন নিউজের রংপুর প্রতিনিধি মাহাবুব রংহমান, রসিক মেয়ররে ব্যাক্তিগত সচীব জাহিদ হোসেন লুসিড, উপদেষ্টা সংগীত শিল্পী অন্তর রহমান, গ্রুপ এডমিন আকাশ খান, অর্থি, রায়হান রাইম, রেজওয়ান, সুহা, নুসরাত, বৃষ্টি, ইমরানসহ আমরাই পাশে রংপুর মহানগর ইউনিট, গংগাচড়া ইউনিট ও রসিক ওয়ার্ডের প্রতিনিধিবৃন্দরা।
এ সময় রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, করোনা ভাইরাস মহামারি আকারে রুপ নিলেও এটি সচেতনতায় জয় করা যায। আমরা নিজে পরিস্কার থাকবো এবং আমাদের নগরীকে পরিস্কার রাখবো। সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাড়ার যে সাহস ছোট ছোট ছেলে মেয়েরা দেখিয়েছে সত্যি তা প্রশংসার দাবী রাখে।
সংগঠনটির প্রধান এডমিন ইঞ্জিনিয়ার আল আমিন সুমন পিবিএকে জানান, আমাদের রংপুর মহানগর, জেলা ও উপজেলা ইউনিটের পাশাপাশি লালমনিরহাট ও কুড়িগ্রামেও এই কর্মসূচি চলবে। সমাজের দুঃস্থ ও অসহায় মানুষদের করোনা সচেতনাতাই আমাদের লক্ষ। রংপুর রেল স্টেশন প্লাটফর্ম, রংপুর কামার পাড়া বাসস্টান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতল গেটে দিনব্যাপী কর্মসূচি চলবে।
এনপি৭১/মেহি