এনপিনিউজ৭১ /রেজওয়ান কবির ১৯ মার্চ
রংপুরে বর্তমান সময়ে ইউটিউবের সেরা জুটি শিল্পি রাজু আহমেদ রাজ ও সুরভি আহমেদ রশনী । এ সময়ে এই জুটিকে নিয়ে আলোচনা, সমালোচনা, বিতর্ক, প্রশংসা তাঁর হিসাব নেই।
এই জুটি শুধু ইউটিউব এ নয় অফলাইনেও অনেক সুনাম অর্জন করেছেন। তারা ইতিমধ্যে রংপুরের অন্যরকম জায়গা করে নিয়েছে। তারা রংপুরে ঐতিহ্য কে তুলে ধরে তাদের শর্টফিল্ম এর মাধ্যমে।
তারা শুধু শর্টফিল্ম এর মধ্যে সীমাবদ্ধ নয়, সম্পূন্য নতুন আঙ্গিকে ভাওয়াইয়া গানের মিউজিক ভিডিও নিয়ে এসেছে এক নতুন মার্তা, যা বর্তমান প্রজন্মের কাছে আকর্ষণীয়। সাম্প্রতিক বিনোদনের জায়গায় জায়গা করে নিয়েছে সেরা এই দুই জুটি।
এনপি৭১/রেক