এনপিনিউজ৭১/স্টাফ রিপোর্টার/ রংপুর ১৮ জানুয়ারি ২০২০
রাজধানীর আরবান হেলথ কেয়ারের অ্যাডমিন অফিসার তোশারফ হোসেন পপি অপহরণ মামলায় রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত কনস্টেবল রবিউল হোসেন তার দুলাভাই সাইফুল ইসলাম ও পপির বাড়ির কাজের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল ছয় দিনেও উদ্ধার হয়নি পপি। পরিবারের পক্ষ থেকে তাকে জীবিত উদ্ধারের দাবি জানানো হয়।
অপহৃত দোষারোপ তোশারফ হোসেন পপির ছোট বোন সাজিয়া আফরিন পপি জানান, কাজের মেয়ের সন্ধানে পূর্ব পরিচিত পুলিশ কনস্টেবল রবিউল হোসেনের কাছে রংপুর এসে গত ১১ জানুয়ারি কামারপাড়া কোচ স্টান্ড থেকে অপহরণ হন রাজধানীর এনায়েতগঞ্জ লেন হাজীরবাগের ব্যবসায়ী ও আরবান হেলথ কেয়ার এর এডমিন তোষারোপ হোসেন পপি হোসেন। পর বন্ধ হয়ে যায় তার মোবাইল। রবিউলের সাথে যোগাযোগ করেও আর কোনো সন্ধান না পাওয়ায় বৃহস্পতিবার রংপুর কোতোয়ালি থানায় মামলা করি।
অপহৃতের ছোট ভাই আসাদুজ্জামান রনেন জানান, ছয় দিনেও সন্ধান না পাওয়ায় শোকে কাতর তার স্ত্রী ও তিন কন্যা তাকে যেভাবেই হোক জীবিত উদ্ধারের দাবি জানাচ্ছি।
মামলার পর গত অভিযান চালিয়ে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত কনস্টেবল রবিউল ইসলাম তার দুলাভাই সাইফুল ইসলাম ও পপির কাজের ছেলে বিপুল চন্দ্র সরকার কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে আনিষ্ঠানিক কোন বক্তব্য দিতে রাজি হয়নি পুলিশ।
g