রংপুরে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে বুধবার সকাল ১১ টায় মানববন্ধন করেছেন ফেসবুক ভিত্তিক সামাজিক ও সমাজসেবামূলক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আমরাই পাশে, রংপুর,সকালে মানববন্ধন শুরু হলে শতশত শিক্ষার্থী রাস্তার পাশে জড়ো হতে থাকে , মানববন্ধনে বক্তব্য রাখেন আমরাই পাশে, রংপুর গ্রুপের উপদেষ্টা সংগীত শিল্পী অন্তর রহমান, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুইট, জাসদ ছাত্র লীগ সভাপতি ওসমান গনী, জাতীয় ছাত্র সমাজের জেলা যুগ্ম আহবায়ক ইন্জিঃ আকাশ,শাহরুখ করিম অনিক সহকারী সম্বনয়কারী শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, রংপুর বিভাগ, মোঃ মোকাররম হোসেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলার চোখ সামাজিক সংগঠন, সাধারন ছাত্র অধিকার আদায় পরিষদ রংপুর শাখার সদস্যরা সহ মিন্টু মিয়া,রায়হান,রেজওয়ান,নিজুম,বৃষ্টি, নুসরাত,রেজওয়ান,মসিয়ার,সহ রংপুরের বিভিন্ন সামাজিক সংগঠন এর সদস্য বৃন্দরা,বক্তব্যে তারা বলেন দ্রুত ট্রাইবুনালে দোষীদের বিচার করে শাস্তি প্রদান এবং বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করতে হবে।
Leave a Reply