এনপিনউজ৭১/নিজেস্ব প্রতিবেদক/ ২৮ মে
রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে আরও দুইজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এদের একজন চিকিৎসক ও অপর জন আনসার সদস্য। বৃহস্পতিবার দুপুরে ওই দু’জনকে ছাড়পত্রসহ ফুলেল শুভেচ্ছায় বিদায় জানানো হয়। এ নিয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে ৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস.এম নূরুন নবী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৪ মে আনসার সদস্য আব্দুল আজিজ (৩৮) এবং ১৮ মে চিকিৎসক শরিফুল ইসলাম (৪৫)করোনা নিয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তাদের শরীরে কোভিড-১৯ এর উপসর্গ না থাকায় এবং পরপর দুইটি রিয়েল টাইম পিসিআর টেস্ট নেগেটিভ হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়।
এদিকে করোনামুক্ত হয়ে বাড়ি ফেরা ওই দু’জনকে হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসকবৃন্দ ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি করতালি দিয়ে বিদায় জানান। এ নিয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেন ৫৫ জন। বর্তমানে হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ৩৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এনপি৭১