এনপিনিউজ৭১/স্টাফ রিপোর্টার/ ৪ জানুয়ারী ২০২০
জঙ্গি সংগঠন আল্লাহর দলের রংপুর মহানগর কমিটির সদস্য ফজলুল হক মিলনকে আটক করেছে রংপুর র্যাব-১৩। শনিবার দুপুওে রংপুর র্যাব-১৩ মিডিয়া অফিসার মেজর গালিব মোহাম্মদ নাতিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল শুক্রবার বিকেলে রংপুর নগরীর মধ্য বাবু খাঁ ফজলুল হক শাহাজাদা ওরফে মিলন গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে আল্লাহর দল’র রংপুর মহানগর কমিটির কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
ফজলুল হক তার সাথীদের নিয়ে নিয়মিত গোপন বৈঠকে অংশগ্রহণ করাসহ চাঁদা আদান-প্রদান এবং সংগঠনের জন্য সদস্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। ফজলুল রংপুর জেলার সক্রিয় সংগঠক বলে স্বীকার করেছেন।
এনপি৭১/মেহি