এনপিনিউজ৭১/স্টাফ রিপোর্টার/ রংপুর ৬ ফেব্রুয়ারি ২০২০
রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে হারাগাছ মেট্রোপলিটন এলাকার ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছেন। কার্তিক (জোলাটারী) এলাকার মৃত ওবাইদুল মোছাঃ রাশেদা বেগম (৩৬)কে বসত বাড়ী থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে। পরবর্তীতে এ সংক্রান্তে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়।
বৃহস্পতিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) আলতাফ হোসেনের এসব তথ্য জানায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ বুধবার বিভিন্ন মামলায় এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত কোতয়ালী থানায়-৬, তাজহাট থানায়-২, মাহিগঞ্জ থানায়-১ এবং হারাগাছ থানায়-২ জনসহ মোট-১১ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
বুধবার রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (উত্তর ও দক্ষিণ) এবং সকল থানার চেকপোষ্ট ডিউটি সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২২২ টি মামলা দায়ের করা হয়।
িএনপি৭১/মেহি