এনপিনিউজ৭১/স্টাফ রিপোর্টার/১৫ ই ফেব্রুয়ারী রংপুর
রংপুরের আশরতপুর কোর্টপাড়া থেকে ইয়াবা সেবনরত অবস্থায় সুজন ও রন্তু নামে দুই যুবককে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ।
এ বিষয়ে নিশ্চিত করেছেন তাজহাট থানার ওসি তদন্ত রবিউল ইসলাম।
সুজনের বাবা সুলতান আশরতপুর কোর্ট পাড়া ও রন্তুর বাবা কোরবান আলী বাড়ী ৩২ নং ওয়ার্ডের মিলন পাড়ায় সুজনের বাড়ি থেকে আটক করা হয় তাদের বলে জানান, এখন পর্যন্ত মামলা করা হয় নি তবে মামলার প্রস্তুতি চলছে।